বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড
খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌর সদরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে
১বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৭অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে মেহেদীবাগে তার নিজস্ব স-মিল থেকে সেলিম উদ্দিন (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১বছরের কারাদণ্ড ও ১০০টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
অভিযানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদসহ পুলিশ ফোর্স।
দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাজা জরিমানা
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের বগাপাড়া শিমুলতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজর টাকা জরিমানা অনাদায়ে ১মাসের জেল হিসেবে দন্ড দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজ্বালা পারভিন রুহি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় স্থানীয় লক্ষ্মী চাকমার ছেলে কালা চাকমা(৩৫)ও মিলন চাকমা(২৮)কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ দন্ড প্রদান করা হয়।
দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ নোমান সিদ্দিকী পুলিশের একটি টিমের সহয়তায় এই অভিযান পরিচালনা করেন।
জানা যায় , উপজেলার মেরুং ইউনিয়ন এর বগা পাড়া শিমুল তলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন গোপন সূত্রের এমন খবর পেয়ে মাবাইল টীম সেখানে গেলে দেখা যায়,পানির পাম্প ও পাইপ এর সাহায্যে একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
বালি ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর-এর (২) ধারার আইন ভঙ্গ করার অপরাধে ১৫ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১মাসের জেল দেয়া হয়েছে।