রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অব্যাহত রাখবে সরকার: ভূমি মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অব্যাহত রাখবে সরকার: ভূমি মন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি ::ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযোদ্ধাদের স্মৃতি মানুষের মনে যতদিন জাগ্রত থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অব্যাহত রাখবে৷
ঈশ্বরদী উপজেলা পরিষদে হাট-বাজারের ইজারালব্ধ অর্থ হতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন৷
মন্ত্রী শরীফ বলেন, ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা এবং প্রত্যেক গৃহহীন পরিবারকে ঘর ও অর্থ দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হবে৷ মুক্তিযোদ্ধা মৃত হলে তার স্ত্রী, পুত্র বা কন্যাকে সরকারি ভাতা দেওয়া হবে৷ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধাদের দাফন করা হচ্ছে৷ মুক্তিযোদ্ধাদের জাতীয় এ ঐতিহাসিক মর্যাদা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ দিতে পারেননি৷
মন্ত্রী ১৫০ জন অস্বচ্ছল ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৭ লাখ ৫৩ হাজার টাকা বিতরণ করেন৷ এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান হিসেবে ৭টি মসজিদের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং হিন্দু ধর্মীয় উপসানালয়ের মেরামত মঞ্জুরি খাতে ৩০ হাজার টাকার অনুদান বিতরণ করেন৷
পরে মন্ত্রী মাছ আহরণ করে যারা জীবিকা নির্বাহ করেন এমন সমপ্রদায়ের ১৮১০ জেলের মাঝে নিবন্ধন কার্ড ও ১৪৭৫ জনকে পরিচয় পত্র প্রদান করেন৷ মত্স্য অধিদপ্তরের জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের মাধ্যমে এ পরিচয়পত্র বিতরণ করা হয়৷
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আ. বাতেন, ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া ও পাবনা জেলা মত্স্য কর্মকর্তা আ. জলিল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন৷