শনিবার ● ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ছিনতাইকারীর কবলে চার ব্যাবসায়ী
মানিকছড়িতে ছিনতাইকারীর কবলে চার ব্যাবসায়ী
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াঋড়ির মানিকছড়ি কর্ণেল বাগানে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৪ব্যবসায়ী। ছিনতাইকারীদের হাতে প্রায় ১লক্ষ ৭০হাজার টাকা, ৫ টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল খুইয়েছেন।
জানা যায়, গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টায় মানিকছড়ি বাজারের বেলাল মোবাইল টেলিকম (বিকাশ) ব্যবসায়ী মো. বেলাল হোসেন, সার ও কীটনাশক ব্যবসায়ী মংক্য মারমা, ক্ষুদ্র ব্যবসায়ী মো. তাজুল ইসলাম ও আবদুর রব দুই মোটরসাইকেলে কর্ণেল বাগান সড়ক হয়ে মরাডলু বাড়িতে যাওয়ার পথে মুখোশ পরা অস্ত্রধারী ৫/৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। চার ব্যবসায়ীর নিকট থেকে নগদ টাকা, ৫টি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকছড়ি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তলসহ মানিকছড়ি কর্ণেল বাগানের সুজয় তালুকদার ওরফে বাবু( ২৬), পিতা- দশরথ তালুকদার ও স্বপন দাশ ওরফে স্বপন (২৭), পিতা-পরিমল দাশকে আটক করেন।
আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অজ্ঞাত নামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন।
মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অন্যান্য দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।