বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত-৪০
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত-৪০
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির সাপমারা এলাকায় ঢালু পাহাড় নামতে গিয়ে বাস উল্টে অন্তত ৪০জন পর্যটক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩নভেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ি-ঢাকা সড়কের আলুটিলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই আহতদেরকে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫৪ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা করে নজরুল ট্রাভেলস‘র (গাড়ি নং-ঢাকা মেট্রো -ব-১১-১৪৫৯) একটি বাস। বাসটি মাটিরাঙ্গার সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাড় নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারলে গাড়িটি উল্টে যায়। একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সাথে আটকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও গাড়িতে থাকা পর্যটকরা অধিকাংশই মারাত্মকভাবে আহত হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে।
আহতদের সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী ঘটনা নিশ্চিত করে জানান, পাহাড় নামতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাসে থাকা অন্তত: ৪০জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।