বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে করোনাকালীন সম্মুখযুদ্ধা সংবাদকর্মীদের প্রথম আলোর পক্ষথেকে শুভেচ্ছা
বান্দরবানে করোনাকালীন সম্মুখযুদ্ধা সংবাদকর্মীদের প্রথম আলোর পক্ষথেকে শুভেচ্ছা
বান্দরবান প্রতিনিধি :: মহামারী করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় বান্দরবানের কর্মরত সংবাদকর্মীদের প্রথম আলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আজ বুধবার ৪ নভেম্বর বেলা ১২ টায় বান্দরবান প্রেস ইউনিট এর অফিসে বান্দরবানে কর্মরত সংবাদকর্মীদের ফুল দিয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা ও প্রথম আলো বন্ধুসভার নেতৃবৃন্দরা বান্দরবান সাংবাদিক ইউনিয়ন, বান্দরবান প্রেস ইউনিট ও বান্দরবান রিপোর্টার্স ইউনিটিকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন ও শুভেচ্ছা জানান।
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আহবায়ক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আল ফায়সাল বিকাশ, দৈনিক স্বদেশ প্রতিদিন এর বান্দরবান প্রতিনিধি মো. আব্দুর রহিম, মোহনা টিভির বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, সময়ের আলোর প্রতিনিধি কিকিউ মারমা, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি উথোয়াইসিং মারমা রনি ও দৈনিক গণকণ্ঠ এর প্রতিনিধি রিচার্ড বম।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা রাজেশ দাশ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সূচনা বড়ুয়া ইতু, মো. শরিফুল ইসলাম, হাসেম সরোয়ার ও অন্তুু বড়ুয়া প্রমুখ।