বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর পরিবারের উপর হামলায় প্রতিবাদ সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর পরিবারের উপর হামলায় প্রতিবাদ সভা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও ব্যবসায়ী আলী আকবর ও তার পরিবারের উপর বার বার সন্ত্রাসী হামলা এবং নিপীড়নকারী, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ নভেম্বর বুধবার বিকালে গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেল স্টেশন চত্বরে ৩১ নং ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ আয়োজিত ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা মো. নূরুল ইসলাম তিতুমীরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন মোক্তার, সঞ্জিত মল্লিক বাবু, মোবারক হোসেন ভূইয়া, সাবেক ভিপি এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট আলী হোসেন, আলী আকবর নোমানী, আলহাজ্ব জাকির হোসেন, সাবেক কাউন্সিলর সালমা আক্তার, মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার ঝুমুর, নির্যাতিত স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও ব্যবসায়ী আলী আকবরের স্ত্রী গুরুতর আহত আসমা বেগম প্রমুখ। এসময় আসমা বেগম ও তার স্বামী আলী আকবরের উপর হামলার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
আওয়ামীলীগ নেতা মো. নূরুল ইসলাম তিতুমী বক্তব্যে বলেন, বিএনপি কর্মী মোসাঃ রিনা বেগম একজন মামলাবাজ মহিলা। আলী আকবরকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেল খাটিয়েছে। তাকে এবং তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি আজকে শুধু নির্যাতিত আলীর আকবরের জন্য প্রতিবাদ করতে দাঁড়াইনি। আমি এলাকার সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আমার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
বিএনপি কর্মী রিনা বেগমকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আহতায় আনতে হবে। আগামী সোমবারের মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন বক্তারা।