শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে গণঅবস্থান
নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে গণঅবস্থান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “সাম্প্রদায়িকতা রুখো,বীর বাঙ্গালী জাগো” এই শ্লোগানের মধ্য দিয়ে ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদ নগরের সংখ্যালঘু এলাকায় আক্রমন,অগ্নিসংযোগ,নারী নির্যাতন,ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস,অধ্যাপক কুশল চক্রবর্ত্তীকে হত্যার হুমকি,ধর্মপ্রাণ শহীদুন্নবীকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা,সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্র ছাত্রীদের আশুমুক্তি,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে আজ ৭ নভেম্বর শনিবার সকাল ১১ টায গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সংঠনের উপজেলা কমিটির সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,সুখেন্দু পুরকায়স্থ,সাংগঠনিক সম্পাদক প্রজেশ রায় নিতন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,রঙ্গলাল রায়, সাধরন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,ইসকনের সাধারন সম্পাদক সাবেক পৌর কাউস্নিলর যুবরাজ গোপ,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল দেব,সাধারন সম্পাদক পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব,উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ, শিক্ষক নিখিল সুত্রধর,অমলেন্দু সুত্রধর,পন্টু রায়,সলিল বরন দাশ,সুভাষ চন্দ্র দাশ প্রমুখ।
এ সময উপস্থিত ছিলেন,উপজেলা সৎসঙ্গের সহ সভাপতি মৃম্ময কান্তি দাশ বিজন,অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন,আখড়া কমিটির অর্থ সম্পাদক উৎপল দাশ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম কুমার দাশ,
ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ,সাংগঠনিক সম্পাদক পরিমল মালাকার,ইউনিয়ন পুজা উদযান কমিটির সাধারন সম্পাদক অঞ্জন রায়,উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য, যুগ্ম আহবায়ক সুব্রত চক্রবর্ত্তী মুন্না, সানী চক্রবর্ত্তী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিন্দু সুত্রধর,উপজেলা তাতীলীগের সভাপতি মেঃ ফারুক মিয়া,
শিক্ষক গীতেন্দ্র দাশ,শিক্ষক সজল চন্দ্র দাশ,শিক্ষক সুবিনয় পুরকায়স্থ্য,শিক্ষক সুবিনয় দাশ,শিক্ষক সমীরন দে,ব্যাংক কর্মকর্তা কৃপাসিন্ধু সুত্রধর,সৌরভ পাল,কাজল রায়,রিন্টু দাশ,বিধান দেব,বাবলু দাশ, বিন্দু ভুষন রায়,গৌতম চক্রবর্ত্তী,সোহেল পাল,পুরোহিত পান্না লাল ভট্টাচার্য্য,নিতেশ দাশ,মিঠু শীল,সাগর পাল,অজিত সরকার,সেবুল আহমেদ,অনিক,ধ্রুব,বিজন,সাজু আহমেদ,নিরঞ্জন বিশ্বাস, গৌরমনি সরকার, বাবুল দেবসহ বিভিন্ন সংগঠনের নের্তৃৃবৃন্দ। সভায় বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা অত্যাচারের তীব্র নিন্দা এবং বন্ধ ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টন্তমুলক শাস্তি ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।