শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঁদার দাবীতে বান্দরবানে বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
চাঁদার দাবীতে বান্দরবানে বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
বান্দরবান প্রতিনিধি :: দিন দুপুরে বান্দরবান শহর থেকে আবুল খায়ের কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আজ শনিবার ৭ নভেম্বর দুপুরে শহরের কালাঘাটার বড়ুয়ার টেক এলাকা থেকে মো. ইসমাইল হোসেন নামের এই বিক্রয় প্রতিনিধিকে প্রকাশ্যে সাইকেলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অপহৃতকে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে আবুল খায়ের কোম্পানির আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি আব্দুল মাবুদ জানান, গত এক মাস আগে সন্ত্রাসীরা ওই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।টাকাগুলো দিতে না পারায়। আজ দিন দুপুরে তাকে সন্ত্রাসীরা অপহরণ করার পর মোবাইলে মোহাম্মদ ইসমাইল বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে বলে আব্দুল মাবুদ জানান।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আবুল খায়েরের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন বড়ুয়ার টেক এলাকায় গেলে সেখানে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে মোটরসাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানান। এদিকে এ ঘটনার পর অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, অপহরণের বিষয়টি আমরা অবগত হয়েছি, সদর থানা পুলিশ তদন্ত করে দেখছে। দন্ত পূর্বক বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।