বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » অনিয়মের অভিযোগে মানিকছড়ি নির্বাচন কর্মকর্তাকে অবরুদ্ধ
অনিয়মের অভিযোগে মানিকছড়ি নির্বাচন কর্মকর্তাকে অবরুদ্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা সার্ভার অফিসার আরাফাত আল হোসাইনী’কে অপসারনের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার ১২নভেম্বর সকাল ১০টায় মানিকছড়ির হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সার্ভার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় তাকে মানিকছড়ি থেকে আজকের মধ্যে অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। দুপুর দুইটার মধ্যে তাকে অপসারন করা না হলে উপজেলা ব্যাপী বিক্ষোভ করা ও উপজেলার সকল রাস্তাঘাট বন্ধ করে দেয়ার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য সম্প্রতি মানিকছড়ির প্রবীণ ব্যক্তিত্ব ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতিউল ইসলাম তার কাছে গেলে সে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহনের সাথেও খারাপ আচরণ ও কাজের বিনিময় ঘুষ দাবির অভিযোগ উঠেছে।