রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়দের ভূমি দখল ও উচ্ছেদ করে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। আজ রবিবার ১৫ নভেম্বর সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন করেন বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে কলেজ শিক্ষার্থীরা ম্রো সম্প্রদায়ের বাড়িঘর উচ্ছেদ করে সিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের সিদ্ধান্ত বাতিল না হলে অবিলম্বে কঠোর কর্মসূচিসহ আন্দোলন গড়ে তোলা হবে।