সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন
ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে ৷ শনিবার বিকাল সাড়ে ৫টার সময় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা-৭১ চত্বর এর পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম এ শহীদ মিনারটি উদ্বোধন করা হয়৷ শহীদ মিনারটি উদ্বোধন করবেন মহান একুশে-র গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ৷ উদ্বোধন অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগম প্রমুখ৷ উল্লেখ্য শহীদ মিনারটি ঝিনাইদহ পৌরসভার অর্থায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে৷ শহীদ মিনারটির উচ্চতা ৩২ফিট, এর ব্যাসার্ধ পূর্ব-পশ্চিম-৪৭ ও উত্তর-দক্ষিণ-৫৮ফিট ২ইঞ্চি ৷ এটি সম্পূর্ন পাথর দিয়ে নির্মান করা হয়েছে এবং চারি পাশে ষ্টিল দিয়ে নিরাপত্তার জন্য বেষ্টনি দেওয়া হয়েছে৷ জন সাধারণের যাওয়া আসার জন্য তিনটি গেট রাখা হয়েছে৷ ঝিনাইদহ বাসীর পক্ষ থেকে অতিথিকে লালা গালিচা সম্ভধর্না প্রদান করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন৷ হাজার জনতার পদভরে প্রকম্পিত হয়ে ওঠে শহীদ মিনার অঙ্গন৷ ভাষা শহিদের সৃতির প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনার চত্তরে একটি বকুল গাছ রোপণ করেন শাওন মাহমুদ৷