বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডলফিন রক্ষায় অভিযান
হালদা নদীতে ডলফিন রক্ষায় অভিযান
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র্য ও ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাউজানের সর্তারঘাট থেকে নোয়াজিষপুর ইউনিয়নের ইন্দ্রিঘাট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়াঁর নেতৃত্বে অভিযানে ৪টি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস ও ১ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হালদার ডলফিন তথা জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি তারা।