বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ২দিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণের সমাপনী
রাজস্থলীতে ২দিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণের সমাপনী
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি ::রাঙামাটি জেলা রাজস্থলীতে ২দিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলার পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্টিদের সচেতনতার মাধ্যমে এতে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২দিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা জানান, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) আয়োজনে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনিষ্টিটিউট (বারটান) এর প্রশিক্ষণ সহায়তায় লিডারসীপ এনসিউর এড ইউকেট নিউট্রেশন (নীল) প্রকল্পের সহযোগিতায় ১৭-১৮ নভেম্বর ২দিন ব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।
২দিন ব্যাপী নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষনে সমাপনীতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপ-পরিচালক কৃষি রাঙামাটি পবন কুমার চাকমা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য অঞ্চলের পুষ্টি ঝুকিতে রয়েছে বিশেষ করে শিশু –কিশোর ও গর্ভবতী এসব নারীরা। তাদের যথাযথ পুষ্টি নিশ্চিত না হওয়ায় নতুন প্রজন্মের শিশুরা পুষ্টি হীনতার বিভিন্ন রোগে ব্যাধীতে ভোগছে। এদের পরিমিত খাদ্য ব্যবহার সম্বলিত সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পানি জীবানুমুক্ত ও পরিচ্ছন্ন খাদ্য গ্রহন তরাণি¦ত প্রসার করা জরুরী প্রয়োজন মনে করি।
খাদ্য পুষ্টি ও নিরাপত্তা সম্পর্কিত সুশাশন শক্তি শালিকরণ এবং স্টেকহোল্ডারগণের নেতৃত্ব ও স্বক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক, জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সজল কান্তি চাকমা, উপজেলা সমন্বয়কারী সুফল চাকমা, উপজেলা ফ্যাসিলেটর এন্দ্রো চাকমা, কারিতাস মাঠ সহায়ক সাধন কৃষ্ণ চাকমা, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার বিভিষণ চাকমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান, উথান মারমা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাউচিং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুদিসত্ব বড়ুয়া, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।