বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গুনীজন » সাংবাদিক হিমেলের মাতা অঞ্জলী পালের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক হিমেলের মাতা অঞ্জলী পালের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এর মাতা অঞ্জলী রানী পালের ৫ম মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর বুধবার। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর আ/এ অঞ্জলী নিকেতন নিজ বাড়ীতে তাঁর আত্মার শান্তি কামনায় বিকালে বিশেষ প্রার্থনা ও গীতাপাঠের আয়োজন করা হয়েছে। মুত্যবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় অপর পুত্র ব্যবসায়ী শিবু পাল,গঙ্গেশ পাল,গৌতম পাল,শ্যামল কুমার পালসহ পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আর্শীবাদ ও দোয়া কামনা করা হয়েছে।
নবীগঞ্জে বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পুজা অনুষ্টিত
নবীগঞ্জ :: দেবতাদের অহং নিবৃত্তির জন্য উদ্ভূত দেবী জগদ্ধাত্রী দেবী পার্বতীরই অপর রূপ। দেবী জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী বা পালন কর্ত্রী। সিংহ বাহিনী চতুর্ভুজা দেবীর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। উপনিষদের উপাখ্যান অনুযায়ী দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর দেবতারা অহঙ্কারী হয়ে উঠলে তাঁদের অহং নিবৃত্তির জন্য আবির্ভূত হন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী।
কাত্যায়নী তন্ত্রে কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার উল্লেখ পাওয়া যায়।
শাস্ত্রমতে দুর্গাপূজার এক মাস পরের শুক্ল নবমীতে জগদ্ধাত্রী পূজার রীতি।
রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের আগে জগদ্ধাত্রী দেবীর উপাসনার প্রচলন থাকলেও তাঁর জগদ্ধাত্রী উপাসনার পরই বাংলায় দেবীর উপাসনার প্রচলন বৃদ্ধি পায়।
দুই প্রথায় জগদ্ধাত্রী পূজার প্রচলন আছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত অথবা নবমীর দিন তিন বার পূজার আয়োজন করে অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর পূজা সম্পন্ন করা হয়। ১৪২৭ সনের ৭ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) সোমবার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্টিত হয়। সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার গয়াহরি গ্রামসহ বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পুজা অনুষ্টিত হয়েছে। উল্লেখ্য জগদ্ধাত্রী পূজাতেও বিসর্জনকৃত্য বিজয়াকৃত্য নামে পরিচিত। এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রসহ পূজার অনেক মন্ত্রও দুর্গাপূজার অনুরূপ।