সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় সম্মিমিলিত নাগরিক কমিটির কার্যক্রম শুরু
মাটিরাঙ্গায় সম্মিমিলিত নাগরিক কমিটির কার্যক্রম শুরু
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ) ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সম্মিলিত নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ৷ রবিবার রাত ১২টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মিলিত নাগরিক কমিটির প্রস্তাবিত সভাপতি খন্দকার সোহরাব হোসেন সৌরভের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কর্মী নিয়ে শহীদ মিনার এলাকায় অবস্থান করতে দেখা গেছে ৷ মাটিরাঙ্গা সম্মিলিত নাগরিক কমিটি সুত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সম্মিমিলিত নাগরিক কমিটির একটি সহযোগী ইউনিট হিসেবে কাজ করবে সম্মিলিত নাগরিক কমিটি-মাটিরাঙ্গা ইউনিট ৷ ৫১ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা ও পৌর ইউনিট কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে ৷ খাগড়াছড়ি সম্মিমিলিত নাগরিক কমিটির সভাপতি ও মেয়র রফিকুল আলম মাটিরাঙ্গা উপজেলা ও পৌর সম্মিলিত নাগরিক কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করার সম্মতি জ্ঞাপন করেছেন৷ মাটিরাঙ্গা সম্মিলিত নাগরিক কমিটির দায়িত্বশীল সুত্রে নিশ্চিত করেছে, মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও পর্যায় ক্রমে মাটিরাঙ্গা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মিলিত নাগরিক কমিটি গঠন করা হবে৷