শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » কাল শনিবার তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনে আলোচনা
কাল শনিবার তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনে আলোচনা
সংবাদ বিজ্ঞপ্তি ::মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদী একটি লক্ষ্য নির্ধারণ করেছেন। ইতোমধ্যে ৪ বছর অতিবাহিত হলেও তামাক নিয়ন্ত্রণে ধীর গতির কারণে নির্ধারিত সময়ে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ার আশংকা তৈরি হয়েছে। এমতাবস্থায়, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সহায়তার লক্ষ্যে WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (FCTC) আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন বিষয়ক একটি গবেষণা প্রজ্ঞা’র পক্ষ থেকে সম্প্রতি সম্পন্ন করা হয়েছে। ব্লুমবার্গ ফিল্যানথ্রপিস এর স্টপ (স্টপিং টোব্যাকো অরগানাইজেশন্স অ্যান্ড প্রোডাক্টস) প্রকল্পের আওতায় এই গবেষণায় সার্বিক সহযোগিতা প্রদান করেছে গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি), থামাসাত ইউনিভার্সিটি, থাইল্যান্ড। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ উপলক্ষ্যে একটি ওয়েবিনার আয়োজন করেছে।
আগামীকাল ২৮ নভেম্বর, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠেয় এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অনারারি প্রেসিডেন্ট, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, এডিটর ইন চিফ, টিভি টুডে এবং মুহাম্মদ রূহুল কুদ্দুস, সাবেক অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ কান্ট্রি লিড (কার্ডিওভাসকুলার হেলথ অ্যান্ড ড্রাউনিং প্রিভেনশন প্রোগ্রাম), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। ওয়েবিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চেয়ারম্যান, বাংলাদেশ সংবাদ সংস্থা ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণের সঞ্চালনায় ওয়েবিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করবেন প্রজ্ঞা’র হেড অব টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম হাসান শাহরিয়ার। ওয়েবিনারে অংশগ্রহণের জন্য [email protected] এই ইমেইলে যোগাযোগের মাধ্যমে জুম লিংক সংগ্রহ করা যাবে। এছাড়াও অনুষ্ঠানটি fb.com/tobaccoFreeWe এবং fb.com/PROGGA থেকে সরাসরি সম্প্রচার করা হবে।