শনিবার ● ২৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » রাউজানে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব
রাউজানে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব
আমির হামজা, রাউজান প্রতিনধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্নস্থানে মাঠ থেকে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছে পাকা ধান ঘরে তোলার কাজে।
এবার এই উপজেলায় যতটুকু চাষাবাদ হয়েছে তাতে হয়েছে বাম্পার ফলন। গত মাসে মৌসুমী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে কিছু ক্ষেতে ফুলে ভরা ধান গাছ মাটিতে লুঠে পড়লেও, সেই গাছ আবার মাথা তুলে দাঁড়িয়ে উঠে ফলন পাকাপোক্ত হতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন স্থানের আমন চাষীদের সাথে কথা বলে জানা যায়, এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা কম থাকায় ধান ক্ষেতের তেমন ক্ষতি হয়নি। কিছু নিচু জমির ফুলে ফলে ভরা ধান গাছ লুঠে পড়লেও তেমন ক্ষতি হয়নি। উপজেলা কৃষি বিভাগের লোকজনের মতে রাউজানে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। তাদের হিসাব মতে এই উপজেলায় আমন চাষাবাদ হয়েছে ১১ হাজার ৮১০ হেক্টর জমিতে। এবার উৎপাদন থেকে শুষ্কনো ধান পাওয়া যাবে ৫২ হাজার ২০ মেট্রিক টন। আর এই পরিমান ধান থেকে চাল পাওয়া যাবে ৩৪ হাজার ৭শত মেট্রিক টন। সরেজমিনে দেখা যায়, ধান কাটার উৎসব চলছে উপজেলার উত্তারাংশের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর,গহিরা, রাউজান সদন ইউনিয়ন,কদলপুর এলাকায়। এসব এলাকায়। কৃষি জমি উঁচু হওয়ার কারণে মৌসুমের শুরুতে চাষাবাদ করা সম্ভব হয়। দক্ষিণাংশের পশ্চিম গুজরা, বিনাজুরী, উরকিরচর,পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া,পূর্বগুজরা এলাকার বেশি ভাগ জমি নিচু। একারণে আমন বীজ তলা তৈরী হয় বিলম্বে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল বলেছেন উত্তারাংশের কৃষকদের লক্ষ্য থাকে আমন ধান কেটে ওই জমিতে সবজি ক্ষেত করার। একারণে তারা চাষাবাদে আগে যায়, ফলনও ঘরে তুলে সবার আগে। ধান কাটার সাথে সাথে এই এলাকার কৃষকরা বিভিন্ন জাতের মৌসুমী সবজি চাষে মনোযোগি হয়ে উঠে। তিনি জানান এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক হেক্টর জমিতে মৌসুমী সবজি চাষ হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে বেগুন, কচু, টেরশ,চাল কুমড়া, মিষ্টি কোমড়াসহ বিভিন্ন ধরণের শাক। উপজেলা কৃষি কর্মকর্তা সার্ব্বির আহমদ বলেছেন রাউজানের কৃষকরা সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে কৃষকদের সুবিধা অসুবিধায় পরামর্শ দিয়ে আসছেন।
রাউজানে ব্রীক ফিল্ড’ বন্ধ ঘোষণা: ২ লাখ টাকা জরিমানা
রাউজান প্রতিনিধি ::চট্টগ্রামের রাউজানে হালদা নদীর পাড়ে অবস্থিত ‘শান্তি ব্রীক ফিল্ড’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার ২৮ নভেম্বর বেলা সাড়ে ১২টায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। একই সাথে ইটভাটা মালিক প্রিয়তোষ বড়ুয়া ও স্মৃতিময় বড়ুয়া বড়ুয়াকে ২লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।