সোমবার ● ৩০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হরিজন সম্প্রদায়ের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে হরিজন সম্প্রদায়ের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসের বাস্তবায়নে ২ দিন ব্যাপী হরিজন সম্প্রদায়ের সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ নভেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম এর সভাপতিত্বে হরিজন সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নিমিত্তে সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, হরিজন সম্প্রদায়ের পক্ষে স্বপন বাবু ওম প্রমুখ বক্তব্য রাখেন।