শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়-ক্ষতি
চাটমোহরে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়-ক্ষতি
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারি স্কুলপাড়া গ্রামের বুরুজ আলীর বাড়িতে আগুন লেগে ৩টি বসতঘর, ২টি রান্নাঘর পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে আগুন লাগে। নগদ ২ লাখ টাকা, সোনার গহনা, আসবাবপত্রসহ আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত বুরুজ আলির।
তিনি জানান, রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে হঠাৎ করে আগুনের আঁচ পেয়ে বাইরে বের হয় পরিবারের সবাই।
রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে।
রাত ১টা ১৫ মিনিটে দমকল বাহিনীকে ফোন করা হলে রাত পৌনে ২টার দিকে তারা ঘটনাস্থলে যায়। তারা পৌঁছার আগেই আগুন নেভায় প্রতিবেশিরা।
রাজমিস্ত্রীর কাজ করেন ক্ষতিগ্রস্ত বুরুজ। বর্তমানে পরিবারের ৮ সদস্য নিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন তিনি।
খবর পেয়ে ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম বাড়ি পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্ত বুরুজ আলীর সাথে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম জানান, উপজেলা প্রশাসনের তরফ থেকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার দেয়া হয়েছে পরিবারটিকে। আর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কম্বল দেয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও টাকা দেয়া হবে।
চাটমোহরে অনুর্ধ-১৮ ফুটবল টূর্নামেন্টে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন
চাটমোহর :: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ-১৮ ফুটবল টূর্নামেন্ট। ৪ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চাটমোহর বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ ৩-১ গোলে চিকনাই ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম, সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, বেসরকারি সংস্থা পিসিডি নির্বাহী পরিচালক আলহাজ্ব শফিকুল আলম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মনির আহমেদ কাদেরী, প্রবীণ খেলোয়ার আব্দুল বারী গুরু, রবিউল করিম রবি, আব্দুস সালাম সরকার, আশরাফুল আলম হেলাল, চাটমোহর সবুজ সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বিদ্যুৎ, আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার হেলাল, পরিতোষ আচার্য, ইকবাল আহমেদ খান লাবলু, রিয়েল জীমের স্বত্তাধিকারী শাহরিয়ার ইবনে রেজা রিয়েল ও তৌহিদুল ইসলাম তাইজুল, সাংবাদিক শাহীন রহমান, ইকবাল কবীর রঞ্জু, মো. নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও তিন হাজার টাকা প্রাইজমানি এবং রানার আপ দলকে ট্রফি ও দুই হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টূর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার হিসেবে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘের শুভ কে পুরস্কৃত করা হয়। এছাড়া টূর্নামেন্টে বিভিন্নভাবে সহযোগিতা করায় বেশ কয়েকজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রিয়েল জীম ও রংধুন যুব সংঘের আয়োজনে গত ২৭ নভেম্বর আটটি দল নিয়ে নক আউট ভিত্তিক এই টূর্নামেন্ট শুরু হয়। টূর্নামেন্টের সহযোগিতায় ছিল আলেয়া ফাউন্ডেশন, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ, পিসিডি ও আজিজ অ্যান্ড সন্স।
খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন ফজলুল হক কালু। তার সহযোগি ছিলেন আব্দুল মালেক ও বাশার সবুজ। ধারা বর্ণনায় ছিলেন আরমান হোসেন।