শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » যেকোন মূল্যে ক্ষমতা থাকতে যেয়ে সরকার দেশের অবশিষ্ট গণতান্ত্রিক রাজনীতিকে নষ্ট করে দিয়েছে : সাইফুল হক
যেকোন মূল্যে ক্ষমতা থাকতে যেয়ে সরকার দেশের অবশিষ্ট গণতান্ত্রিক রাজনীতিকে নষ্ট করে দিয়েছে : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণসাংস্কৃতিক আন্দোলন যত দুর্বল হয়েছে সমাজে কুপমণ্ডুক ও সাম্প্রদায়িক ভাবাদর্শ ও চিন্তাচেতনা ততই বিস্তার লাভ করেছে। সরকার মুক্ত চিন্তাকে অবরুদ্ধ করে গোটা সমাজ ও দেশকে ক্রমান্বয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে। ভোটের অধিকার হরণ করে ও গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে সমাজে চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির উত্থানের জমিন তৈরী করে আসছে। আগুন নিয়ে খেলতে যেয়ে নিজেদের গায়ে এখন আগুনের আঁচ লাগতে শুরু করেছে। যেকোন মূল্যে ক্ষমতায় থাকার রাজনৈতিক সমীকরণ থেকে তারা চরম আদর্শহীন, নীতিহীন কৌশল গ্রহণ করেছে, যা দেশের নূন্যতম গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে। অশুভ শক্তির জন্য রাস্তা পরিস্কার করে চলেছে। নানা মহল এই নৈরাজ্যিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে তৎপর হয়ে উঠেছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক অধিকার ও সুস্থ্য স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি জনগণের অধিকার ও মুক্তির লক্ষ্যে দেশব্যাপী সম্মিলিত গণসাংস্কৃতিক অভিযান জোরদার করতে সংস্কৃতিসেবীদের প্রতি আহ্বান জানান।
আজ শনিবার সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংহতি প্রকাশ অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
গাজীপুরের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক খায়রুল বাসার হিরণের নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠকেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আদর্শীক ও রাজনৈতিক অবস্থানের সাথে তাদের সংহতি ব্যক্ত করেন।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক এ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।