সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ
মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, ফটক সভা ও দুই ঘন্টা কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ ডিসেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে। গত ৫ই ডিসেম্বর ২০২০ শনিবার যৌথ ফেডারেশনের উদ্যোগে স্বাধীনতা হল,৮/৪ এ তোপখানা রোড সেগুন বাগিচা(৩য় তলা) ঢাকাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ চিনিকল আঁখ চাষী ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের নৃত্যৃবৃন্দরা। ওই সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ দফা দাবিতে এ আন্দোলন কর্মসুচি। মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমকি কর্মচারী ফেডারেশনের আইন- দরকষাকষি সম্পাদক গোলাম রসুল জানান, ৫ দফা দাবির অংশ হিসাবে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর খোলা চিঠির মাধ্যমে ৬ টি চিনিকল বন্ধ না রেখে ১৫ টি চিনিকলই চালু রাখার আকুল আবেদন,৭ ডিসেম্বর হতে প্রতিদিন প্রতিটা চিনিকলে আঁখচাষী ও শ্রমিক কর্মচারিরা যৌথ ভাবে ২ ঘন্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে,৯ ডিসেম্বর স্ব স্ব মিল এলাকায় ডিসি/ ইউএনও নিকট মিছিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি সহ স্বারকলিপি প্রদান করা হবে ও ১৫ ডিসেম্বর আসন্ন মাড়াই মৌসুমে(২০২০-২১) ১৫ টি চিনিকলের মধ্যে ৯ টি চালু রাখা ও ৬ টি বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করে ১৫ টি চিনিকল চালু রাখতে হবে।তিনি আরো জানান আমাদের দাবি না মানলে আগামীতে আরো বৃহত্তর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। বিক্ষোভ সমাবেশে মোচিক আঁখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মোচিক আঁখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহ-সভাপতি ফজের আলী,শ্রমিক ইউনিয়ের দপ্তর সম্পাদক সাহেব আলী,সদস্য পিকু রহমান, কৃষক জহুর আলী, আক্কাস আলী, বাবুর আলী যুবলীগ নেতা কবির হোসাইন, সহ শ্রমিক নেতৃবৃন্দ।
ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ
ঝিনাইদহ :: মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ পেসক্লাবের সভাপতি এম রায়হান। এছাড়াও সেসময় গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন
ঝিনাইদহ :: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে এর সাথে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহ :: শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পালিত হয়েছে বিপ্লবী বাঘা যতীনের জন্মবার্ষিকী। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বীর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার রিশখালী গ্রামে তার পৈত্রিক ভিটা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী এই বীরের স্মৃতি রক্ষার্থে গঠিত সংগঠন ‘বাঘা যতীন একাডেমি‘। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তিনি বলেন, উপমহাদেশের বিপ্লবী এই বীরের বীরত্মের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তার স্মৃতি রক্ষার্থে অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওই একাডেমির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ বক্তব্য দেন।