সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » রাতের অন্ধকারে প্রেসক্লাবের অবস্থানরত শ্রমিকদেরকে লাঠিচার্জসহ বলপূর্বক তুলে দেয়া স্বৈরতান্ত্রিক তৎপরতা
রাতের অন্ধকারে প্রেসক্লাবের অবস্থানরত শ্রমিকদেরকে লাঠিচার্জসহ বলপূর্বক তুলে দেয়া স্বৈরতান্ত্রিক তৎপরতা
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে আজ ভোররাতে প্রেসক্লাবের সম্মুখে অবস্থানরত তাজরিন গার্মেন্টস ও এওয়ান গার্মেন্টস এর শ্রমিকদেরকে লাঠিচার্জসহ জোরপূর্বক উঠিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন পুলিশের বলপ্রয়োগের এই তৎপরতা নিষ্ঠুর, অমানবিক ও সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, জবরদস্তি করতে যেয়ে অবস্থানকারী শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপর লাঠিচার্জ করা হয়েছে, আহত করা হয়েছে বেশ ক’জনকে। তিনি উল্লেখ করেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকেরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রায় তিন মাস প্রেসক্লাবের সামনে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করলেও মালিক ও সরকার কারই টনক নড়েনি। এ ওয়ান গার্মেন্টস এর শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বেশ কিছুদিন অবস্থানে থাকলেও আজও তাদের ন্যায্য দাবি মেনে নেয়া হয়নি।
বিবৃতিতে তিনি বলেন, সরকার মুখে নিজেদেরকে শ্রমিকবান্ধব দাবি করলেও বাস্তবে তারা মালিকবান্ধব। এই কারণে এই করোনা দুর্যোগের মধ্যেও তারা শ্রমিকদের পক্ষে দাঁড়াতে পারেনি। দেশ থেকে ভোটের ব্যবস্থা তুলে দেবার কারণে এখন আর সরকারের কাছে শ্রমিকদের কোন দাম নেই। ফলে শ্রমিকেরা আরো নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে তাজরিন গার্মেন্টস এর আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং এওয়ান গার্মেন্টস শ্রমিকদের যাবতীয় বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি শ্রমিক নিপীড়নকারী সরকার ও মালিকদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদার করারও ডাক দেন।