মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » গণমাধ্যমকে চাপে রাখার অশুভ তৎপরতা থেকে সরে আসুন : সাইফুল হক
গণমাধ্যমকে চাপে রাখার অশুভ তৎপরতা থেকে সরে আসুন : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় দ্রুত গতিতে অভিযোগ গঠনে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন বিশেষ উদ্দেশ্য নিয়েই যে প্রথম আলোর জনপ্রিয় সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অভিযোগ গঠন সচেতন যে কেউই তা বুঝতে পারেন। তিনি বলেন, কিশোর আলোর এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ছাত্রের বেদনাদায়ক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। দুর্ঘটনার দিন কিশোর আলোর অনুষ্ঠানে মতিউর রহমান উপস্থিত না থাকলেও তাকে যুক্ত করে মামলা দায়ের ও অভিযোগ গঠন যে স্পষ্টতই হয়রানিমূলক তৎপরতা তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। এসব পদক্ষেপ যে প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে অব্যাহত হয়রানি ও চাপে রাখার কৌশল তাও অত্যন্ত পরিস্কার। বিগত বহু বছর ধরেই প্রথম আলোকে নানা অপকৌশলে হয়রানি ও নাজেহাল করা হচ্ছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন জনগণের ভোটাধিকার হরণ করে ও দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বিদায় দিয়ে দেশে শ^াসরুদ্ধকর এক কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা, নাগরিকদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নানা দিক থেকেই সংকুচিত ও অবরুদ্ধ। জাতীয় সংবাদ আজ বস্তুত; জনগণকে প্রতিনিধিত্ব করতে পারছে না; পারছে না জনগণের ক্ষোভ ও আশা আকাঙ্খা তুলে ধরতে। এরকম প্রতিকুল সময়ে সংবাদপত্রসহ গণমাধ্যমই জনগণের ভরসার বড় জায়গা। এই ক্ষেত্রে নানা প্রতিকুলতার মধ্যেও প্রথম আলো দেশ ও জনগণের সমস্যা-সংকট এবং স্বপ্ন-আকাঙ্খা পেশাদারি দক্ষতায় তুলে ধরে জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রথম আলো ও তার সম্পাদকের এই সত্যনিষ্ঠ পেশাদারী ভূমিকা সরকার গণতান্ত্রিক সহিষ্ণুতা নিয়ে হজম করতে পারছে না। তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও চাপে রাখার উদ্দেশ্যে সংবাদকর্মীদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রণসহ নানাভাবে সংবাদপত্র ও গণমাধ্যমের মুক্ত ও স্বাধীন ভূমিকা খর্ব করার অপতৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ গণমাধ্যমের বিরুদ্ধে এসব অসহিষ্ণুতা ও বিদ্বেষমূলক তৎপরতা দেশে অবশিষ্ট গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করে দেবে। গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন কেউই এ ধরনের অশুভ তৎপরতা মেনে নিতে পারে না।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রুজু করা হয়রানিমূলক মামলা ও অভিযোগ প্রত্যাহার করে নেবার আহ্বান জানান। একই সাথে তিনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করার অন্যায় তৎপরতা থেকে সরে আসার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।