বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেফতার
নবীগঞ্জে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ থানা পুলিশের রাতভর সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়, গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এস আই আবু হানিফ, এএসআই রুবেল, এএসআই আক্তারুজ্জামানসহ থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার মুড়াউড়া এলাকার শেখ আব্দুল কুদ্দুসের ছেলে শেখ আবুল হোসেন, কামারগাও এলাকার তালেব আলীর ছেলে মোঃ মন্নান মিয়া, সাদল্লাপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ময়নুল মিয়া, একই গ্রামের মৃত রফিজ উল্লাহর ছেলে রকিব উল্লা ও লেছু মিয়ার ছেলে বাছিত মিয়া এবং সদরঘাট এলাকার মৃত সুলেমান মিয়ার ছেলে ২১ বছর বয়সী জুবায়ের মিয়া। গ্রেফতারকৃতদেরকে আজ ৯ ডিসেম্বর (বুধবার) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার ও গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (সাব ইন্সপেক্টর) সমীরণ দাশ ও নবীগঞ্জ থানার দায়িত্বরত অফিসার এএসআই মাছুম।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (সাব ইন্সপেক্টর) সমীরণ দাশ এ প্রতিবেদককে বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লক্ষেই নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন
নবীগঞ্জ :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ জয়িতা অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ ৯ ডিসেম্বর বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। সভায় বক্তব্য রাখেন পজিপ কর্মকর্তা শাকিল আহমদ। সভায় পাঁচটি ক্যাটাগরিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে হুসেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রেখেছেন মিলি ধর, সফল জননী নারী নাছিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে উঠে দাড়িয়েছেন মোছাঃ ফাতেহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন শেফালী রাণী দাস। পরে তাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক জয়িতা কে একটি করে চাদর উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সভায় বক্তাগন বলেন নারীর উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়। বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। নারীরা তাদের অধিকার সচেতন বিষয়ে নিজে থেকেই উদ্যোগী হতে হবে।
নারী পুরুষ বৈসম্ম্যোর দুরী করনের সকলের ঐক্যবদ্ধ প্রয়াষ চালাতে হবে। নারী জাগরনের অগ্রদ্রুত বেগম রোকেয়ার বিকল্প নেই।