বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
রাঙামাটি :: বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কুটক্তি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলায় জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখা।
বুধবার সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সন্তান কমান্ডের সভাপতি নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন
সমাবেশে বক্তরা বলেন, যেকোন মুল্যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। এসব অপশক্তি এখনো বাংলাদেশকে
পাকিস্তান বানানের স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন কখনোই এই দেশে পুরণ হবেনা। রাঙামাটি জেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য সিসি ক্যামেরার আওতায় আনার জোর দাবি করেন।
অর্থ সম্পাদক জুয়েল বড়ুয়া বলেন, কোন অবস্থাতে এইসব অপশক্তিকে মেনে নেয়া হবে না।
সাংগঠনিক সম্পাদক সুব্রত দাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে স্বাধীনতা বিরোধীদের জায়গা না। যারা হামলার সাথে তাদের সকলকে শাস্তির আওতায় দ্রুত আনতে হবে।
সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, এইসব সাম্প্রদায়িক গোষ্ঠি যে মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছে ঠিক তেমনই এখনও করছে। বঙ্গবন্ধুর ভার্স্কযে হামলার মত সাহস তারা আজও দেখাচ্ছে এসব অপশক্তির সাথে কোন ধরনের নুন্যতম আপোষ করা যাবে না। রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের যথাযথ নিরাপত্তার পাশাপাশি ভাস্কর্যটি সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
সহ সভাপতি মামুন ভুঁইয়া বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠি মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিরোধিতা করেছে এখনও ঠিক তেমনই করছে তারা। স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা কোনভাবেই মনে নেয়া যায় না।
যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, যে মানুষটি স্বাধীন দেশ এনে দিল সেই মহান নেতাকে অস্বীকার করা মানে নিজের সাথেই বেঈমানি করা। এমন বেঈমান বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না।
সভাপতি নুর আজাদ চৌধুরী বলেন, রাজনীতি বা অন্য কোন কারনে এসব অপশক্তির সাথে কোনভাবেই অাপোষ করা যাবে না। এসব অপশক্তির সাথে আপোষ করা মানে আত্মহত্যার সমান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম সেতু, আইন ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মিথুন বড়ুয়া, সদস্য মিনারা পারভিন প্রমুখ।