বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি র মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের গোরখানা খাল থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বালু উত্তোলন কারীকে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা করাছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় গোরখানা খাল পাড়ে গেলে সেখানে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে অবৈধ বালু উত্তোলনকারী মো. মো. ইকবাল হোসেন ও মো. সফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তামান্না মাহমুদ জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে মানিকছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
কিছু অবৈধ বালু উত্তোলনকারী অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় গিয়ে অবৈধ ভাবে দুই বালু উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ধারার অপরাধে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয়।