বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী
আবৃদুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু।
৯ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ পেলেন, মংসুইপ্রু চৌধুরী অপু।
আজ বৃহস্পতিবার ১০ডিসেম্বর’ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত নং ২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৫৪ নং স্বারকে প্রদত্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুনর্গঠিত নতুন পরিষদে সদস্যরা হলেন, বর্তমান পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী ,আশুতোষ চাকমা, মো.আব্দুল জব্বার, রেম্রাচাই চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা,পার্থ ত্রিপুরা এবং শতরূপা চাকমা।
নতুন মুখ হিসেবে নিয়োগ প্রাপ্তদের তালিকায় রয়েছেন, শুভমংগল চাকমা, নিলোৎপল খীসা, মাইন উদ্দিন, হিরণজয় ত্রিপুরা, মেমং মারমা ও শাহিনা আক্তার।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন২০১৪ এর ২(২)উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পূর্ণগঠন করেন।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ২৫ মার্চ ২০১৫ তারিখের ২৯.০০.০০০০.২১৪.০১.১২০.২০০১(অংশ-১)/৮৮ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়। সে সাথে জনস্বার্থে জারীকৃত এই আদেশ অভিলম্বে কার্যকর হইবে বলে জানানো হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫সদস্য বিশিষ্ট কমিটিতে একজনকে চেয়ারম্যান ও ১৪জনকে সদস্য করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন এ পরিষদ।
১৯৯৭সালে পার্বত্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন এবং নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। একই বছর আবার আইন সংশোধন করে পরিষদের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত সরকার মনোনীত একজন ক্ষুদ্র-নৃগোষ্ঠির সদস্য চেয়ারম্যানসহ ৫সদস্যের অন্তর্র্বর্তীকালীন পরিষদ গঠনের বিধান করা হয়।
পরবর্তীতে আবারো একজন আদিবাসী চেয়ারম্যান ও বিভিন্ন সম্প্রদায়ের ১৪জন সদস্য নিয়ে অন্তর্র্বর্তীকালীন পরিষদ গঠনের বিধান করে আইন সংশোধন করা হয়।