সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোর মিছিল
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোর মিছিল
কাউখালী :: আজ ১৪ ডিসেম্বর সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর কাউখালী চ্যাপটারের পক্ষ থেকে ভিন্নধর্মী কর্মসূচী পালিত হয়েছে। আজ সন্ধ্যায় কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে একে একে জড়ো হতে থাকে সংগঠনের সদস্যরা৷ কাউখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও স্বতঃস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। বৈশ্বিক করোনা মহামারী বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোর মিছিলে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি৷
সংগঠনের কাউখালী চ্যাপটারের সভাপতি মোঃ ফয়জুর রহমান (ইরফান) এর নেতৃত্বে মোমবাতি হাতে শহীদ মিনার কমপ্লেক্স আলোকিত করে স্বেচ্ছাসেবীরা। শহীদ বেদিতে শপথ পাঠ করিয়ে ৭১ এর পরাজিত শক্তির সকল অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্মিলিত কন্ঠে ঐক্যবদ্ধ থাকার ধ্বনি উচ্চারিত হয়। কাউখালী চ্যাপটারের সভাপতি শপথ পাঠ করান। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল সদস্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ভবিষ্যতে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে অবদান রাখার দৃঢ় সংকল্প পোষণ করেন। কাউখালী চ্যাপটারের সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) এর পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যরা আলোর মিছিলে যুক্ত হয়ে নিজেদের আলোকিত করার আশাবাদ ব্যক্ত করেন। ১৪ ডিসেম্বর
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে Jibon”জীবন” কাউখালী চ্যাপটার এর অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ মেহেদী হাসান, মোঃ মাহাফুজুর রহমান, মাউচিং মারমা, উমংসাইং মারমা, মোঃ ইয়াছিন, মোঃ ফরহাদ হোসেন, সাজ্জাদ সরকার ও এম.কে.এ জিন্নাহ উপস্থিত থেকে আয়োজনকে সার্থক ও সাফল্যমন্ডিত করে তোলেন৷ Jibon”জীবন” কাউখালী চ্যাপটারের সভাপতি মোঃ ফয়জুর রহমান (ইরফান) বলেন, “পার্বত্যাঞ্চলে Jibon”জীবন” পার্বত্যবাসীকে এক অভিন্ন যোগসূত্রে বেঁধেছে৷ একইভাবে জাগ্রত করেছে মানবিক অনুভূতি৷ দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে আমরা বদ্ধপরিকর৷”
উমংসাইং মারমা বলেন, ” আমরা জাতি গঠনের ব্রত নিয়েই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেছি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সংগঠনের সাথে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান সাধারণ সম্পাদক উচাইথিন মারমা।