সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যায় ৩জনের মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যায় ৩জনের মৃত্যুদণ্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়িতে ধনিতা ত্রিপুরা (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ১লক্ষ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার ১৪ ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহেরের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, বেজাচন্দ্র পাড়ার ত্রিরন ত্রিপুরা, রমেন্দ্র ত্রিপুরা (রুমেন) ও কম্বল ত্রিপুরা। দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কম্বল ত্রিপুরা পলাতক রয়েছে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৯সালের ১৩মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বাসিন্দা মনমোহন ত্রিপুরা ও তার স্ত্রী স্বরলেখা ত্রিপুরা মেয়েকে বাড়িতে রেখে দীঘিনালায় বেড়াতে যায়। এসুযোগে ওই দিন রাতে মদ্যপ অবস্থায় বেজাচন্দ্র পাড়ার তিন যুবক ঘরে ঢুকে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করে।
ঘটনার পরদিন সকাল সাড়ে ৮টায় প্রতিবেশীরা ঘরের দরজা খুলে বিছানার উপর ধনিতার লাশ পড়ে থাকতে দেখে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পরদিন পুলিশ তিন যুবককে আটক করে।
এ ঘটনায় নিহত ধনিতা ত্রিপুরার মা স্বরলেখা ত্রিপুরা তিন যুবককে আসামি করে মামলা করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ২২জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও একই সাথে প্রত্যেককে ১লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।