মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গুনীজন » রাউজানের দুই বীর মুক্তিযোদ্ধার যুদ্ধ জয়ের গল্প আসছে সোমবার
রাউজানের দুই বীর মুক্তিযোদ্ধার যুদ্ধ জয়ের গল্প আসছে সোমবার
আমির হামজা, স্টfফ রিপোর্টার :: বিজয়ের মাস শুরু হওয়া পর থেকে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভি দেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পুরো ডিসেম্বর মাস জুড়ে আয়োজন করছেন বিজয় টিভির বিশেষ অনুষ্ঠান “বিজয়ের কথা”। গত ৬-ডিসেম্বর ঢাকা অফিস থেকে বিজয় টিভির একটি টিম এসে পৌঁছায় চট্টগ্রামের রাউজানে। প্রথমে রাউজানের ১৪নং বাগোয়ান ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়ব তালুকদার যুদ্ধ জয়ের নানা ঘটনার ইতিহাস বিজয় টিভির “বিজয়ের কথা” অনুষ্ঠানে উঠে আসে সেই যুদ্ধ জয়ের নানা কথা। এই বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়ব তালুকদার ৭১-এর সেই দিন গুলোর ঘটনা বলতে বলতে একসময় কান্নায় ভেঙে পড়েন। বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়ব তালুকদার’কে নিয়ে বিজয়ের কথা অনুষ্ঠানটি করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের কয়েকটি মনোরম লোকেশনে। এই বীর মুক্তিযোদ্ধার যুদ্ধের সেইদিনের ঘটনার নানা গল্প প্রচার হচ্ছে বিজয় টিভিতে ১৯’শে ডিসেম্বর রাত ৯টায়। আর অপরদিকে উপজেলার গহিরা ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সেই যুদ্ধ জয়ের ইতিহাস একই দিনে বিকালে তুলে ধরছেন বিজয় টিভি। এই বীর মুক্তিযোদ্ধার যুদ্ধ জয়ের ঘটনা গুলো বিজয় টিভির “বিজয়ের কথা” অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। তাঁকে নিয়ে অনুষ্ঠানটি করা হয়েছে রাউজান পর্যটন এলাকা গিরিছায়া। তাঁর সেই ৭১-এর যুদ্ধ জয়ের গল্পটি আগামী ২১শে ডিসেম্বর রাত ৯টায় প্রচার হবে বিজয় টিভিতে। পরে এই দুই বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিজয় টিভি পরিবার তুলে দেন সম্মানা স্মারক হিসেবে ক্রেষ্ট।