বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » কাউখালীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি অংসুই প্রু চৌধুরী।
আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার। মহান আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আওয়ামীলীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন,আওয়ামীলীগ উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি মোঃ মাঈনুদ্দিন, আওয়ামীলীগ উপজেলা যুব মহিলালীগ সাধারন সম্পাদক মেম্বার শাহানাজ পারভিন,আওয়ামরীগ নেতা মোঃ মাঈনুদ্দিন খোকন,আওয়লাীলীগ ৩নং ঘাগড়া ইউনিয়ন শাখা সভাপতি কাজি মোঃ কাউছার, আওয়ামীলীগ ৪নং কলমপতি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইমাম উদ্দিন, চাত্রলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম,আওয়ামীলীগ নেতা মংমং মারমা,মোঃ ফরিদ খন্দকার প্রমুখ।
অনষ্টান সন্চালনায় ছিলেন আওয়ামীলীগ উপজেলা শাখার সাংঘঠনিক সম্পাদক ক্যাসিংমং মারমা। আলোচনা সভা শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী কে উপজেলার বিভিন্ন সংঘঠন ও প্রতিষ্টানের পক্ষ হতে ফুল ও ক্রেষ্ট উপহার স্বরুপ তুলে দেওয়া হয়।
কাউাখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
কাউখালী :: কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় গতকাল বুধবার মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে করোনা কোভিড-১৯ টির বিধি নিষেদ মেনে উপজেলা সদরস্থ কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পমাল্য প্রদান করা হয় এবং সেই সাথে উপজেলা সদরস্থ বঙ বন্ধুর ম্যুরালেও পুষ্প মাল্য অর্পন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউখালী থানা, বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও অংগ সহযোগি সংঘঠন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ও এর অংগ সহযোগি সংঘঠনের পক্ষে নেতা কর্মিরা পুষ্পমাল্য অর্পণ করেন। সেই সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,কাউখালী উপজেলা প্রেস ক্লাব,পোয়াড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়,কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়,কাউখালী সদরস্থ ছিদ্দিক- ই -আকবর(রাঃ) দাখিল মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন সংঘঠন ও স্বেচ্চাসেবি সংঘঠনের পক্ষ হতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে এক প্যারেট অনুষ্টিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তালন করেন অনুষ্টানের প্রধান অতিথি কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এ সময় মন্চে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লা পিপিএম।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী অফিসার কল্যাণ ক্লাবে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা,আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ রাশিদুজ্জামান ইমরান,উপজেলা প্রকৌশরী পরিতোষ চন্দ্র রায়,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লা পিপিএম,।
এ সময়আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসাইন,উপজেলা ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তরুন চাকমা, প্রভাষক আব্দুল গফুর সহ আরো অনেকে।