শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » বরকল উপজেলায় স্কুল ছাত্র-ছাত্রীদের গ্রামীন খেলাসহ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
বরকল উপজেলায় স্কুল ছাত্র-ছাত্রীদের গ্রামীন খেলাসহ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদক :: ২০২০-২০২১ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বরকল উপজেলা সদরে বরকল মডেল সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে গতকাল ১৮ ডিসেম্বর দিনব্যাপি স্থানীয় গ্রামীন খেলাসহ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বরকল মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ামোদি ৭০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতার বিশটি বিভিন্ন ইভেন্টের খেলায় যথাক্রমে ১ম,২য় ও ৩য় স্থান অধিকার বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার আনুষ্ঠানিক সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেছেন,বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা এবং বিশেষ অতিথি প্রাক্তন চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা করুণা মোহন চাকমা। বরকল মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা এসময় বিশেষ অতিথি হসিাবে উপস্থিত ছিলেন। সিনিয়র বালক দলের বরকল সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ১০০ মিটার ও ২০০ মিটার দৌঁড়ে ১ম স্থান অধিকার করে প্রতিযোগিতার দ্রুত মানব প্রতিযোগীর স্থান লাভ করেছে। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেছেন।