বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে দুই দিন ব্যাপী লিন কর্মশালা
আলীকদমে দুই দিন ব্যাপী লিন কর্মশালা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে কারিতাসের আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লিন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২২ ডিসেম্বর সকাল দশটায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এবং বুধবার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার শাহা।
কর্মশালায় প্রশান প্রশিক্ষক বলেন আমরা দৈনন্দিন নানবিধ খাবার খাচ্ছি। তবে কোন খাবারের কি পুষ্টিগুন রয়েছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে রুটিন করে বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়া যাবে। এতে শরীরের তাপ, শক্তি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ, গর্ভবতী মায়ের পরিচর্জা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় টিকা দান যথা সময়ে সম্পন্ন করতে হবে। এসব বিষয়ে হাতে কলমে ধারাণা দেওয়া হয় দুই দিন ব্যপি এই কর্মশালায়।
লিন উপজেলা সমন্বায়ক সুইথিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিন ব্যপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রাহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম কুমার মহন্ত এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।