রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ইটভাটা মালিক ফারুক আটক
কাউখালীতে ইটভাটা মালিক ফারুক আটক
কাউখালী প্রতিনিধি :: কাউখালী থানায় দায়েরকৃত চাদাঁবাজির মামলায় রবিবার ২৭ ডিসেম্বর এক জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
এজাহার সুত্রে জানা যায়, কাউখালী উপজেলার পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গুুনয়ার জঙঁল বগাবিলী (তারাবুনিয়া) এলাকার বাসিন্দা মৃত সামশুল হকের ছেলে মো. ফারুক (৩৩) মো. রিদয় (২২) পিতা অজ্ঞাত (ফারুকের ভাগিনা),মো. তারেক (৪০) পিতা, আবুল কালাম, সাং মাইজদি, থানা সুদারাম,জেলা- নোয়াখালী। মেসার্স খাজা মাঈনুদ্দিন চিশতি (রাঃ) ব্রিকস ফিল্ডের মালিক ফারুক হতে মো. মাঝি নামক ব্যাক্তি কাজের লোকের জন্য ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে বাদি জাহাঙ্গীর আলম নামক ব্যাক্তির সাথে আরো ২জন শ্রমিক সহ দেড় মাস যাবত ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করে এবং দেড় মাস পর তাদের মজুরীর টাকা দাবি করলে মালিক ফারুক তাদের ৩ শ্রমিক কে দিনের বেলায় ভাটায় কাজ করান রাতের বেলায় ইটভাটায় শিকল দিয়ে বেধে রাখেন এবং মারধর করেন। খবর পেয়ে জাহাঙ্গীরের খালা মুক্তা বেগম বিষয়টি নিয়ে মালিকের সাথে মোবাইলে কথা বলেন এবং জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়ার জন্য মালিক ফারুককে নগদ ৯৩ হাজার টাকা দেন এর পরেও মালিক তাদের কে ছেড়ে না দিয়ে পুনরায় মারধর করেন বলে জানান। পরবর্তীতে বিষয়টি বাদির খালা নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পে জানান পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক জঙল বগাবিলি (তারাবুনিয়া) ব্রিক ফিল্ডে গিয়ে ৩জন কে শিকল বাধা অবস্থায় উদ্বার করে কাউখালী থানায় নিয়ে আসেন এবং পুলিশ ব্রিক ফিল্ড মালিক ফারুক কে আটক করেন।
এ ব্যাপারে কাউখালী থানায় চাদাবাজির অভিযোগে ফারুক গংয়ের বিরুদ্বে মামলা দায়ের করা হয়। ৩৪২/৩৪৪/৩৮৫/৩৮৬/৩২৩/৩৪ ধারায় মামলা নং৬,তাং ২৭.১২.২০২০খ্রি.। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল। আটককৃতকে রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরণ করেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম বিষয়টি নিশ্চিত করেন এবং অপর আসামীদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান ।