সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন
ঢাকা :: গত ২৬ ডিসেম্বর রাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সমাপ্ত বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে আনছার আলী দুলালকে সভাপতি ও সিকদার হারুনর রশীদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ : আনছার আলী দুলাল- সভাপতি, আবু লাহাব নাইমুদ্দীন- সহ সভাপতি, সিকদার হারুনর রশীদ মাহমুদ- সাধারণ সম্পাদক, ফিরোজ আহমেদ- সহ সাধারণ সম্পাদক, নির্মল বড়ুয়া মিলন- সাংগঠনিক সম্পাদক , সাহাদাৎ হোসেন খোকন- প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রশান্ত দেব ছানা- স্বেচ্ছাসেবক সম্পাদক, খায়রুল বাসার হিরন- সাংস্কৃতিক সম্পাদক, শাহাদাৎ হোসেন শান্ত- অর্থ সম্পাদক, সদস্য হচ্ছেন, সাইফুল হক, আকবর খান, সোলায়মান হোসেন মোল্লা, খলিলুর রহমান, শেখ আফাজউদ্দী, শেখ হালিমা বেগ, আসমা বেগম, সাইফুদ্দীন খান, জসিম উদ্দীন রারী ও রাশেদুল ইসলাম। ৬ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
গত শনিবার কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের ঘোষণা, কর্মসূচি ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় কাউন্সিলে কৃষক আন্দোলনের ১৬ দফা আশু দাবিনামা গ্রহণ করা হয়। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে গৃহীত প্রস্তাবে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।