শিরোনাম:
●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান
রাঙামাটি, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » শুদ্ধ সাংবাদিকতায় সম্মাননা পেলেন ঝালকাঠির ২ সাংবাদিক
প্রথম পাতা » ঝালকাঠি » শুদ্ধ সাংবাদিকতায় সম্মাননা পেলেন ঝালকাঠির ২ সাংবাদিক
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুদ্ধ সাংবাদিকতায় সম্মাননা পেলেন ঝালকাঠির ২ সাংবাদিক

সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু  ও হাসনাইন তালুকদার দিবসঝালকাঠি প্রতিনিধি :: বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শুদ্ধ সাংবাদিকতায় সম্মাননা দেয়া হলো বাংলাদেশ টেলিভিশন এর ঝালকাঠি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এবং নিউজবাংলা টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস’কে। স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ ডিসেম্বর বুধবার রাতে ঝালকাঠি বাসষ্ট্যান্ট সংলগ্ন সংগঠন কার্যালয় চত্তরে আনুষ্ঠানিক ভাবে ঝালকাঠির দুই সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর তরুন কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, সমাজ সেবক আমিনুল ইসলাম লিটন তালুকদার এবং চ্যানেল আই এর জাপান প্রতিনিধি জানে আলম জনি। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন শিক্ষানুরাগী ও কবি আল আমিন বাকলাই। সংগঠনটির সভাপতি রিয়াজ খান অশ্রু বলেন, প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনে ঝালকাঠিতে বিভিন্ন ক্যাটাগরিতে গুনি ব্যাক্তিদের আমরা সম্মাননা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর আমাদের বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শুদ্ধ সাংবাদিকতা ক্যাটাগরিতে আমরা ঝালকাঠি প্রেস ক্লাবের দু’জন সদস্যকে মনোনীত করে সম্মাননা দিয়েছি। এদের একজন হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ঝালকাঠি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এবং অপরজন হলো দৈনিক সকালের বার্তার ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস।

রাজাপুরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখলের অভিযোগ

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহামুদ বাচ্চুর নেতৃত্বে মধ্যরাতে অন্যের জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে প্রায় একশত লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এ দখলের ঘটনা ঘটায় । বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মিলন মাহমুদ বাচ্চুর কবল থেকে দখল হওয়া জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন রাজাপুর উপজেলা সদরের হাফেজ মো. মাহাবুবুর রহমান। এ সময় জমির অংশিদার আনোয়ার হোসেন, মো. সগির হোসেন খান, আজিজ খান, কবির খান ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন । লিখিত বক্তব্যে হাফেজ মাহবুবুর রহমান বলেন, রাজাপুর মৌজার ৭৯৮ নং এসএ খতিয়ানের ৪৭০৬ ও ৪৭০৭ দাগের ৪৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলায় ২০১৬ সালে রাজাপুর সহকারী জজ আদালতে মামলা করা হয়। ৪ বছর মামলা চলার পরে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর হাফেজ মো. মাহাবুবুর রহমানদের পক্ষে আদালত রায় দেয়। এই রায়ের পরে বিবাদি পক্ষ মনির হোসেন ও মিলন মাহমুদ বাচ্চুর নেতৃত্বে ২৯ ডিসেম্বর মধ্যরাতে প্রায় দেড় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে জমি দখল করে ধান কেটে নিয়ে যায় এবং টিনকাঠ দিয়ে ঘর উত্তোলন করে । এসময় তারা কাটাতার দিয়ে ৪৪ শতাংশ জমিতে ব্যারিকেট দেয়। ঘটনা টের পেয়ে বাঁধা দিতে আসলে মাহাবুবুর রহমানদের প্রাণ নাশের হুমকী দেয়া হয়। এমনকি তারা থানায় এসে অভিযোগ না করতে পারে সে জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহামুদ বাচ্চুর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাহাড়া বসায়। অস্ত্রসস্ত্রের ভয়ে জীবননাশের আশংকায় তারা দখল কাজ প্রতিরেধে ব্যর্থ হয় । পরের দিন মো. মাহাবুবুর রহমান ও তার স্বজনরা রাজাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ গিয়ে তৎক্ষনিক ঘর নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পুলিশ চলে যাওয়ার পরপরই আবার কাজ শুরু করে । বর্তমানে বাচ্চু মৃধার লোকজন ওই জমিতে নির্মিত ঘরের মধ্যে তাস খেলার আড্ডা বসিয়েছে বলেও অভিযোগ করা হয় । মাহাবুবুর রহমান বলেন, আমাদের জমিতে এখন আমরা প্রবেশ করতে পারছি না, চারিদিকে কাটা তাঁর দিয়ে ব্যারিকেট দেয়া হয়েছে । জোড়পূর্বক ঢুকতে গেলে আমাদের খুন করে ফেলতে পারে। এব্যাপারে রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু বলেন,‘ আমি শারীরিকভাবে অসুস্থ। জমি দখলের বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে দুপক্ষকে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছি এবং সব ধরনের নির্মান কাজ বন্ধ করে দিয়েিেছ ।

নলছিটি পৌরসভা নির্বাচন : মেয়ার পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীতসহ পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। দলের মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামী আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা নলছিটি। তৃতীয় ধাপে এ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস-৭১ চত্বরে সমাবেশ করেন। পরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষণ আগে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাবেক মেয়র মো. মাসুদ খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা শাহ জালাল মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নলছিটি পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭৯ বুথে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন।





আর্কাইভ