রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ডিসি স্যার না থাকলে হামরা ছোল ঘুরি পাচি
ডিসি স্যার না থাকলে হামরা ছোল ঘুরি পাচি
স্টাফ রিপোর্টার :: ডিসি স্যার না থাকলে হামরা ছোল ঘুরি পানুম না হয়। স্যারের জন্যে ছোল ঘুরি পাচি। স্যার হামাক খাবার দিচে, ভ্যান কিনি দিচে। আর কোন দিন ছোল ব্যাচা নাগবার নয়। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছ থেকে নতুন ভ্যান পাবার পর কথা গুলো বলেছিলেন সদরের ঘাগোয়া ইউনিয়নের শাহজাহান-আঙুরি দম্পতি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে গাইবান্ধা শহরের একটি বেসরকারী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মদেন দরিদ্র দিনমজুর শাহজাহানের স্ত্রী আঙ্গুরি বেগম। সিজারিয়ান অপারেশনের বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় নাড়ী ছেড়া ধন বিক্রি করে দেন পার্শ্ববর্তী উপজেলা সাদুল্লাপুরের এক ব্যাক্তির কাছে।
বিষয়টি জানার পর জেলা প্রশাসক আব্দুল মতিনের হস্তক্ষেপে বুকের ধন ফিরে পান ওই মা। পরে শিশুটিসহ পরিবারের জন্য বিভিন্ন খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেন জেলা প্রশাসক। পরিবারটির স্বচ্ছলতার জন্য আজ ৩ জানুয়ারী রবিবার সকালে নিজের কার্যালয়ে ডেকে শাহজাহান-আঙ্গুরির হাতে নতুন ভ্যান ও খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মতিন।
এসময় জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, হৃদয় বিদারক ঘটনাটি তাকে মর্মাহত করেছিলো। পরে তিনি নিজে ওই পরিবারটির পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়ে শিশুটি উদ্ধার করেন এবং তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতার জন্য ভ্যান দেয়ার উদ্যোগ নেন।
গাইবান্ধা :: গ্রেফতারের পর ধর্ষক মিজানুর রহমানকে (২৪) থানায় নিয়ে আসার পর তাকে দেখেই ভয়ে কাতর হা নির্যাতিতা পঞ্চম শ্রেনীর ছাত্রী। ঘটনাটি শনিবার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থানার।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর দুপুরে সাদুল্লাপুরের নলডাঙ্গার শ্রীরামপুরে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী অটোচালক মিজানুর রহমান। এঘটনায় শনিবার দুপুরে মিজানুরকে আসামী করে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করে নির্যাতিতা শিশুটির বাবা। মামলা দায়েরের পর শনিবার রাতেই মিজানুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় ধর্ষক মিজানুরকে দেখার পরপরই জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরে শিশুটিকে স্বাভাবিক করে পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার সকালে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামী মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।