বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সেন্টমাটিনে পাচারকালে ২০ কোটি টাকার ইয়াবা ও ২টি ও ট্রলারসহ আটক :১৯
সেন্টমাটিনে পাচারকালে ২০ কোটি টাকার ইয়াবা ও ২টি ও ট্রলারসহ আটক :১৯
টেকনাফ প্রতিনিধি :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.২০মিঃ) টেকনাফ সেন্টমাটিন বঙ্গোপসাগর দিয়ে পাচার কালে দুই ফিশিং ট্রলার ও ২০ কোটি টাকার ইয়াবাসহ ১৯ ব্যবসায়ী ও পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এতে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায়।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশন কমান্ডার লেঃ ডিকসন চৌধুরীর নেতৃতে একদল কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদে সেন্টমাটিন গভীর বঙ্গোপসাগরে অবস্থান নেয়। এক পর্যায়ে সাগরে দুইটি ট্রলারে বিপুল পরিমান ইয়াবার চালান পাচার কালে কোষ্টর্গাডের অবস্থান টের পেয়ে ট্রলার পালিয়ে যেতে চাইলে সাগরে ধাওয়া করে বিপুল পরিমান ইয়াবার চালান ভর্তি দুই ফিশিং ট্রলার উদ্ধার করা হয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা ১৯ ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হচেছ, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার আমির হামজার ছেলে শামসুল আলম কালায়া(৩৫), একই এলাকার জাহিদ হোসনের ছেলে আজিজুল (২২), নূর হোসনের ছেলে মকবুল (২৫), আবুল হোসনের ছেলে ওসি উল্লাহ (২২) জাকির আহাম্মদের ছেলে জাহিদ হোসন (৩০), নবী হোসনের ছেলে রুবেল(২৫), আব্দুল মালেকের ছেলে আনুযার হোসেন (২৪), তৈয়ুব হোসনের ছেলে মোঃ আব্দুল্লাহ (১৮) আব্দুল মোনাফের ছেলে আয়ুব আলী (২৪), আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল (১৮) ও রাশেদুল হক (১৬), আব্দুল হাকিমের ছেলে মোঃ রফিক (১৬)। একই ইউনিয়নের লম্বরী এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ ইলিয়াছ (২৫), আব্দুর রহিমের ছেলে ফজলুল করিম (২৭), কায়রুল আমিনের ছেলে নূরুল হক (২২), আব্দুস সালামের ছেলে জিয়াউর রহমান (২২), জাহাঙ্গীর আলম (৩২), মৌলভী পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নূরুল আলম (২৫), সাবরাং চান্দলী পাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে ইমান হোসন (৩৫)।
উদ্ধার ইয়াবা ও ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছেন। উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে ।