শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » আখ চাষীদের বাঁচানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
আখ চাষীদের বাঁচানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কলকারখানা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করা এবং আখ চাষীদের বাঁচানোর দাবিতে আজ শনিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠন কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ বাসদ, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতা সদর উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম গোলাম সাদেক লেবু, সাধারণ স¤পাদক মাহবুবর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার প্রমুখ।
গাইবান্ধায় মুক্ত রোভার স্কাউটদের মাস্ক বিতরণ
গাইবান্ধা :: করোনার দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় গাইবান্ধায় সচেতনতা কার্যক্রম শুরু করেছে মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। আজ শনিবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহায়তায় দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক। এসময় উপস্থিত ছিলেন মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপের বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, দৈনিক আমাদের সময়ের গাইবান্ধা প্রতিনিধি খায়রুল ইসলাম, সময়টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, রেডিও সারাবেলার কর্মী লাবু আহমেদ, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, সহকারী কমিশনার সাজেদুল হক সরকার, রোভার নেতা উম্মেহানী, মারুফুল হক প্রমুখ। কার্যক্রমে ৫০০ মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।