শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন স্বামী ও সতিন পলাতক
ঝিনাইদহে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন স্বামী ও সতিন পলাতক
ঝিনাইদহ জেলা :: ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ায় পাষন্ড স্বামী ও সতিনের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন নুরুন্নাহার নামে এক গৃহবধূ ৷ তাকে ৭ দিন ধরে ঘরে আটকে রেখে চরমভাবে নির্যাতন করা হয়েছে৷ গৃহবধূ নুরুন্নাহার চট্টগামের সাতকানিয়া উপজেলার বকরা আলী বিল গ্রামের ইউসুফ আলী মেয়ে ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ৷ বর্তমান তারা ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন ৷ এদিকে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে ৷ এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন ৷ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, শহিদুলের সাথে নুরুন্নাহারের ১৪ বছর আগে বিয়ে। বিয়ের পরে নুরুন্নাহারের ২ টি সন্তান আছে ৷ ৭ বছর পরে শহিদুল ইসলাম আরও একটি বিয়ে করে ৷ এরপর থেকেই নুরুন্নাহারকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল স্বামী শহিদুল ও সতিন রহিমা খাতুন ৷ প্রতিবেশিরা অভিযাগ করেন, এক মাস আগে বাবার বাড়ী যাওয়া কথা বলে নুরুন্নাহারকে ঝিনাইদহ শহরের নুতন কোর্টপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে শহিদুল ও তার ছোট স্ত্রী রহিমা শুরু করে নির্যাতন ৷ গত ৭ দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে ৷ বুধবার রাত ১টার দিকে ওই গৃহবধূর আত্মচিত্কারে প্রতিবেশী টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ৷ নরুন্নাহারের সারা শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ হচ্ছে৷ তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না ৷ ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিত্সক ডাঃ দোবাশিষ জানান, নরুন্নাহারের সারা শরীরে ক্ষত চিহ্ন ৷ তাকে অমানবিক ভাবে আঘাত করা হয়েছে ৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর সাথে জড়িত স্বামী শহিদুল ও সতিন রহিমাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ৷