রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন জমা
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন জমা
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পৌরসভার সাধারন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ), আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫জন প্রার্থী।
আজ রবিবার ১৭ জানুয়ারী বিকেল ৫টায় মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি রাঙামাটি শহর (পৌর) কমিটির আহবায়ক মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা),আ’লীগের মেয়র প্রার্থী রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে।
কাউন্সিলর মহিলা সংরক্ষিত পদে ০১ নং ওয়ার্ডে ০৫জন, ০২ নং ওয়ার্ডে ০৮জন ও ০৩ নং ওয়ার্ডে ০৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড় ০৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে (সাধারণ) ৪৩জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।
রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো. শফিকুর রহমান বলেন, ইভিএম ভোট দেওয়া অত্যন্ত সহজ। এজন্য আমরা প্রশিক্ষণ এবং জনসচেতনায় কাজ করছি। তিনি আরও বলেন, ইভিএম ভোট অনেক সময় বাঁচায় এবং খরচ কম। কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রেজাল্ট প্রকাশ করা যায়। ব্যালেটের ঝামেলা থাকে না।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে আ’লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী মেয়র নিবার্চিত হয়েছিলেন।
১৯ জানুয়ারি যাচাই-বাছাই আর ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙামাটি পৌরসভায় পুরুষ ভোটার ৩৪,২৬৪ জন ও মহিলা ভোটার ২৮,৬৮৯ মোট ৬২,৯৫৩ জন ভোটার ৩১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।