সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে ৩ মেয়র ও ৪৭ কাউন্সিলরের মনোনয়নপত্র দাখিল
মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে ৩ মেয়র ও ৪৭ কাউন্সিলরের মনোনয়নপত্র দাখিল
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩য় ধাপে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রবিবার ১৭ জানুয়ারী সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেয়র পদে মনোননয়নপত্র দাখিল করেছেন ৩জন।
সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬জন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. শামছুল হক, স্বতন্ত্র প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত যুগ্ন সম্পাদক ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম এবং বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজালাল কাজল স্ব-স্ব নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
কাউন্সিলর পদে মনোননয়ন পত্র জমা দেন, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে ৫জন, ২নং ওয়ার্ডে ২জন, ৩নং ওয়ার্ডে ৪জন, ৪নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ৩জন, ৬নং ওয়ার্ডে ৫জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮নং ওয়ার্ডে ৭জন, ৯নং ওয়ার্ডে ৫জন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোননয়নপত্র জমা দেন, ১নং ২জন, ২নং ৩জন, ৩নং ১জন।
১৯ জানুয়ারী মনোননয়নপত্র বাছাই,২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
মাটিরাঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮হাজার ৯’শ ৬৫জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৮’শ ৬জন এবং নারী ভোটার ৯হাজার ১’শ ৬৯জন।