রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা প্রয়োজন : সাইফুল হক
চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা প্রয়োজন : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা প্রয়োজন। চলচ্চিত্র একদিকে সামাজিক বাস্তবতাকে যেমন তুলে ধরছে তেমনি মানুষের বেঁচে থাকার আকুতি আর স্বপ্নকে সেলুলয়েডে জীবন্ত করে তুলছে। সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম হিসাবে চলচ্চিত্র নতুন মানবিকতা, নতুন সমাজ-সভ্যতার দিশাও তুলে ধরতে পারে। তিনি বলেন, পুঁজি ও পুঁজিবাদ মানুষের সুকুমারবৃত্তি, স্নেহ, প্রেম, ভালবাসাসহ জীবন-জীবিকার সমস্ত অনুসঙ্গকে কেনা বেচা আর মুনাফার বিষয়ে পরিণত করেছে। এদেশের শাসকশ্রেণী আর নীতিনির্ধারকেরাও আজ পুঁজিবাদের ব্যক্তিকেন্দ্রীক ভোগসর্বস্ব সংস্কৃতির সহযোগিতে পরিণত হয়েছে। এই সুযোগে সমাজে নিয়তিনির্ভর কুপমন্ডুক পশ্চাৎপদ ধ্যান-ধারণা জেঁকে বসেছে। তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তনকামী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রসহ বিভিন্ন শিল্পমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বন্ধা সময়ে সাংস্কৃতিক আন্দোলন মানুষকে আবার জাগিয়ে তুলতে পারে, সমাজ পরিবর্তনে মানুষকে আশাবাদী করে তুলতে পারে। জনগণের মুক্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আজ শনিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বাসার হিরনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল ভাবনা পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আজিজ টিপু। আলোচনা করেন মাসিক জনগণতন্ত্র পত্রিকার সম্পাদক বহ্নিশিখা জামালী, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, নাট্য নির্দেশক ও অভিনেতা শাহজাহান শোভন, নৃত্যকার পরান বাবু ও রিয়াজ রাজ প্রমুখ।