শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে প্রবাসী’র বাড়িতে চুরি
রাউজানে প্রবাসী’র বাড়িতে চুরি
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে এক দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে । ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ গর্জনীয়া প্রবাসী লোকমানের স্ত্রী সেলিনার ঘরে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে প্রবাসী লোকমানের স্ত্রী সেলিনা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসে দরজা খুলে নিজ ঘরে প্রবেশ করে দেখে ঘরের আলমারি, শোকেইস ভাঙ্গা, জিনিস পত্র সব এদিক সেদিক তছনছ হয়ে পড়ে রয়েছে । তার ঘরের মূল্যবান জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে চোরের দল।
সেলিনা বৃহস্পতিবার বিকালে পাশ্ববর্র্তী একই এলাকায় বাপের বাড়ীতে বেড়াতে গেলে চোরের চক্রের সদস্যরা ঘরের সীমানা প্রাচীর টপকিয়ে বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে রুমে প্রবেশ করে দুইটি কক্ষের আলমিরা ,শোকেইস ভেঙ্গে তছনছ করে ফেলে। চোরের দল ঘরে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮১ হাজার টাকা ,একটি ল্যাপটপ ,১টি মোবাইল সেট , ব্যাংকের এটিএম কার্ড, চেক বই সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সেলিনা এই দৃশ্য দেখে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। পরে খবর পেয়ে তার পিতা,মাতা,ভাই, আত্বীয় স্বজন পাড়া প্রতিবেশী ঐ ঘরে ছুটে আসে । এই ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য রেকর্ড করে নিয়ে গেছে।
এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। স্থানীয় ইউপি সদস্য সাংবাদিক এম. বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এই এলাকায় এই ধরনের বড় চুরির ঘটনা এটিই প্রথম । ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আমি এই ঘটনায় কারা জড়িত এটা বের করার জন্য থানা পুলিশকেও বলেছি এবং আমিও চেষ্টা করছি । এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটি চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে । স্থানীয়রা বলেছেন এই ধরনের মারাত্মক চুরির ঘটনা এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে । তারা দ্রুত চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়।