শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ধর্ম » মঠের অধ্যক্ষকে হত্যার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন
মঠের অধ্যক্ষকে হত্যার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন
নবীগঞ্জ প্রতিনিধি :: (২৭ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬ মিঃ) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়িয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়৷ নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুৃমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী৷ এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়,নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ ইসকন মন্দিরের সভাপতি জ্যোতিষ দাশধিকারী,পৌর কাউন্সিলর মোঃ আব্দুস সালাম,পৌর কাউস্নিলর মোঃ কবির মিয়া, পৌর কাউস্নিলর মোঃ জাহেদ চৌধুরী,উপজেলা সেচ্ছাসেকবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন,যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বেলাল৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধাারন সম্পাদক কালীপদ ভট্টচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঙ্গ লাল রায়,মৃদুল কান্তি রায়, পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, সঞ্জয় কুমার দাশ,প্রভাষক জন্টু চন্দ্র রায়, উপজেলা সত্সঙ্গের সাধারন সম্পাদক রশময় শীল,সাংগঠনিক সম্পাদক প্রনব দেব,উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক নীলকন্ট দাশ সামন্ত নন্টী, ইসকন মন্দিরের সাবেক সভাপতি সুকেশ্বর গৌরাঙ্গ দাস, ইসকন নেতা সজল চন্দ্র গোপ,অরবিন্দু বনিক, গৌরমনি সরকার, গৌরাঙ্গ চক্রবর্তী, গৌরাঙ্গ রায়,জ্যোতিষ সরকার, কন্তি তালুকদার, নয়ন দাশ,অজিত সরকার,পরিমল পাল,শরদিন্দু দাশ, হিরক রায়,রাখাল চন্দ্র তালুকদার, সুমন দাশ, শিক্ষক বিপুল চন্দ্র দাশ,সাংবাদিক মতিউর রহমান মুন্না,নিপুর দেব,বিভাস রায়, বাবলু দাশ, অনন্ত দাশ, অলক দাশ, সুধাংশু ধাম,মান্না পাল প্রমূখ৷ এ সময় নবীগঞ্জের বিভিন্ন ধর্মীয়,সামাজিক,রাজনৈতিক ও সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন৷ বক্তারা বলেন, যেকোন কোন হত্যাকান্ডই একটি গর্হিত অপরাধ৷ এসব অপরাধের সাথে জড়িত সকল দৃষকৃতিকারীদের চিহৃিত করতে হবে৷ তাই পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়িয় মঠের নিরীহ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহাবান জানান৷