বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের নামে প্রতারণা
সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের নামে প্রতারণা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ সারা দেশে ৩টি পদে ৫৩১জন নিয়োগের নামে প্রতারণার মাধ্যমে ‘সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র’ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি সূর্যের হাসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নামে একটি ভূয়া ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশ করে এ প্রতারণার পথ বেছে নিয়েছে একটি প্রতারক চক্র।
ক্রমান্বয়ে তারা আবেদনের সময়সীমা বৃদ্ধি করে দেশের কোমলমতি শিক্ষার্থীসহ অসংখ্য প্রার্থীর নিকট থেকে নিয়োগের পূর্বেই বিকাশ নম্বরের মাধ্যমে(01755-737003) রেজিষ্ট্রেশন বাবদ ৫শ’৫০টাকা, পোষাক বাবদ ১৫শ,টাকা, আনুষাঙ্গিক ৫শ’ টাকা মোট ২হাজার ৫শ’৫০টাকা(২৫৫০/-) আদায় করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী আবেদনকারী জানিয়েছেন।
তিনি আরো জানান, টাকা পাঠানোর পর এ প্রতিষ্ঠানের নামে সংশ্লিষ্ট প্রার্থীকে ব্যাবস্থাপনা পরিচালক ‘এম আর জাকির হোসেন’ স্বাক্ষরিত একটি ভূয়া নিয়োগপত্র ([email protected])ই-মেইল করে কাজে যোগদানের পূর্বে ইন্স্যূরেন্স করা বাধ্যতামূলক বলে চক্রটি পূণরায় ৩হাজার টাকা বিকাশ করতে বলে। অন্যথায় নিয়োগপত্রটি বাতিল বলে গন্য হবে। একই সাথে কর্তৃপক্ষ ৩হাজার টাকা যোগ করে বীমা কোম্পানির মাধ্যমে ৬হাজার টাকার বীমা করিয়ে দেয়ার প্রলোভন দেখায়। পরবর্তীতে বীমার জন্য ৩হাজার টাকা বিকাশ করার পর মোবাইল রিসিভ ও সকল প্রকার যোগাযোগ বন্ধ রেখে প্রতারণার ষোলকলা পূর্ণ করে প্রতারক চক্র।
এ সকল বিষয়ে হেড অফিস ক/৫৪/৩ প্রগতি সরণী, গুলশান-২, ঢাকা-১২১২ এর সমন্বয়কারী হিসেবে অনুরাধীকা নামে এক প্রতারক নারীকে অফিসের কর্মকর্তা সাজানো হয়েছে। অনুরাধীকার মোবাইল নম্বর-(01758-491629)।
এ বিষয়ে খাগড়াছড়ি সূর্যের হাসি ক্লিনিক’র ম্যানেজার দেবাশীষ জানান, অনেকেই এমন প্রতারণার অভিযোগ নিয়ে আমাদের কাছে আসছেন। এ ধরনের কোন প্রতিষ্ঠানের নাম আমার জানা নেই। এধরণের ভূয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের নিকট থেকে মোটা অংক হাতিয়ে নিচ্ছে বলে শুনেছি। কেউ যাতে প্রতারিত না হয় এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখা দরকার।
মূলতঃ ‘সূর্যের হাসি নেটওয়ার্ক ‘ নামের ওয়েবসাইটটি সঠিক।
এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।