শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাত পোহালেই ভোট, মাটিরাঙ্গা কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী উপকরণ
রাত পোহালেই ভোট, মাটিরাঙ্গা কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী উপকরণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড় প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রাত পোহালেই ভোট। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সম্পন্ন করেছে সকল প্রস্তুতি।
রবিবার ১৪ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আজ শনিবার দুপুরে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোঃ সামছুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও বিএনপির প্রার্থী মোঃ শাহা জালাল কাজল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০জন ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ জানান, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে।স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ব্যালট পেপার সকালে কেন্দ্রে পৌঁছানো হবে।
মাটিরাঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮হাজার ৯৬৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৮০৬জন এবং নারী ভোটার ৯হাজার ১৫৯জন।
৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।