সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারীদের ভোটের চিত্র
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারীদের ভোটের চিত্র
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: নির্বাচন সুষ্ঠু হবে কি না ! কত ভোটের ব্যবধানে কে বিজয়ী হবেন ! কে হাসবেন শেষ হাঁসি ? এই নিয়ে ভোট গ্রহনের দিনেও উৎকন্ঠার অন্ত ছিলো না-ভোটার, সচেতন মহল ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীসহ বিভিন্ন মহলে। অবশেষে সকল যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই বহুল প্রতিক্ষীত দিন ১৪ ফেব্রæয়ারি তারিখে অনুষ্ঠিত হয়ে গেল মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন-২০২১ । ভোটের দিন সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে দিনভর নানা বিচার-বি¯েøষন আর দফায় দফায় কর্মী সমর্থকদের এদিক ওদিন ছুটাছুটির পর সাধারণ মানুষ ভোট দিতে সক্ষম হয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীদের। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বিজয়োল্লাস করেছেন নানা বয়সী ভোটাররা। ভোটারদের অনেকে মনে করেন এবার যারা বিজয়ী হয়েছেন তাদের জনপ্রিয়তা সত্যি মানুষের কাছে পরিক্ষিত।
১নং সংরক্ষিত নারী আসনে মায়না বেগম ২ হাজার ১ শত ৮৫ ভোট পেয়ে ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী নবাগত প্রার্থী সাহেদা আক্তার পেয়েছেন ২ হাজার ৫৫ ভোট। ২নং সংরক্ষিত নারী আসনে মনোয়ারা বেগম ২ হাজার ২শত ৭০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আনেউ চৌধুরী নয়ন ১ হাজার ১ শত ৪০, খাদিজা বেগম ৭শত ৩৬ ভোট। ৩নং সংরক্ষিত আসনে এরই মধ্যে টানা ৪র্থ বারের মতো বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন জয়নব বিবি।
এছাড়া সাধারণ কাউন্সিলরদের মধ্যে- ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এমরান হোসেন ৬ শত ৩৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম বাবু ৫শত ৭৬ , আবু হানিফ সুমন ৫৩, মোঃ জামাল হোসেন ২৫ এবং আঃ আজিজ পেয়েছেন ১১ ভোট। ২নং ওয়ার্ডে মোঃ আলী ১ হাজার ২ শত ২৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। মোঃ খোরশেদ আলম সুমন পেয়েছেন ৫শত ৩৫ ভোট। আলা উদ্দিন লিটন ৫শত ৩৬ ভোট পেয়ে পুনরায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে জয় লাভ করেন। মোঃ সাইফুল ইসলাম রানা ৩ শত ৯১, কামাল উদ্দিন ২শত ৮৯ ভোট। ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলমগীর হোসেন ৬শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাবুল হাওলাদার ৪শত ৪২, জালাল ২শত ৪৭ ভোট। নুরুল ইসলাম পিসি ২শত ৪৭, মোস্তফা ৩ শত ৭১ এবং হাবিবুর রহমান ২৩ ভোট পেয়েছেন। রাকিবুল হাসান ৮শত ৭৪ ভোট পেয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলী মিয়া ৪ শত, আঃ হামিদ ৮৮ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম সোহাগ ৬শত ৫৩ ভোট পেয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হিমেল চাকমা ৩শত ২৬ ভোট, আবু বক্কর সিদ্দিক ১শত ০২ ভোট এবং সুমন দে ৩২ ভোট পেয়েছেন। মিজানুর রহমান খোকন ৪শত ৩৪ ভোট পেয়ে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন। আলী হায়দার ভুঁইয়া শিফন ৩শত ৮০,ওমর ফারুক,১ শত ৯২ ও হারুন মিয়া ১শত ৪৭ ভোট পেয়েছেন। ৮নং এ তফিকুল ইসলাম ৬শত ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওয়ালী উল্ল্যা অলি মেম্বার ৩ শত ১৮, নজরুল ইসলাম ভুইঁয়া ৩ শত ৮, আলী হাসান নয়ন ২ শত ৩২, এস কে আলী ৯৪, হিরণ তালুকদার ৩৪, সোহেল রানা ২১ ভোট পেয়েছেন। ৯নং ওয়ার্ডে সফিকুল ৫ শত ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। অহিদুল ইসলাম ৪শত ৭৪, সোহেল আফজাল ২শত ৭২, জালাল মজুমদার ১শত ৭৬, মাহাবুব-ই-রাব্বানি ১৮ ভোট পেয়েছেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহম্মেদ বে ছেন,সকল স্তরের সহযোগীতায় বেশ শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভাবেই মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন শেষ হলো। প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধীতা করেছেন।