রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোহাম্মদ জাবের হোসেন। তার বয়স হয়েছিল আড়াই বছর।
আজ ২১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর গ্রামের মোস্তফা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাবের ঐ বাড়ির রাজমিস্ত্রী আমজাদ হোসেন সুমনের পুত্র।
নিহতের কাকা ফোরকান আহমেদ বলেন, বাড়ির কাজ চলাকালীন আমার ভাতিজা জাবের সকাল থেকে আমাদের সাথে ছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখি। সেখান থেকে তাকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সুমনের ২ ছেলে মেয়ের মধ্যে জাবের দ্বিতীয়।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছু শুনি নাই।
শিশু জাবের এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাইয়ে মুজিব শতবর্ষ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মিরসরাই :: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ রাত্রীকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত আটটায় খেলা উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্যাহ, আজাদ উদ্দিন, ফেনী কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি তৌহিদুল হক কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক আল নুর, অভিযান ক্লাবের সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, রফিক সোহেল, আরিফুর রহমান, মোহাম্মদ নাঈম, মারিফুল মুহিন প্রমুখ।
ফাইনাল খেলায় এ.এম ইয়াং স্টার-৭ বনাম পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার মাঝে খেলায় ১-০ গোল ব্যবধানে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে এ.এম ইয়াং স্টার-৭।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।