সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা
ষ্টাফ রিপোর্টার :: আগামী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২২ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রসিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়,অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহেম্মেদ,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন, রাঙামাটি জেলা শিশু একাডেমির উপ-পরিচালক অর্চনা চাকমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রসিদ বলেন, আগামী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্ব স্ব বিদয়ালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের উপস্থিত করে জাতির পিতা জীবনাদর্শের উপর চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা এবং প্রত্যেকটা বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশনা করতে হবে। সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে লাইটিং আলোকসজ্জা, রাঙামাটি শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ নানা কর্মসূচী হাতে নেওয়া হয় । তিনি আরো বলেন, প্রতিবছরে জেলা প্রশাসন আনন্দ র্যালী করে থাকে কিন্তু এবারে করোনা পরিস্থিতির কারণে আনন্দ র্যালী করা হবে না এবং গত বছরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়নি। এ বছরে ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিং হ্লামং মারী স্টোডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে কি হবে না তা এখনো সিদ্ধান্ত হয়নি।